সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১লা সেপ্টেম্বর থেকে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে পঠনপাঠন শুরু হবে। যথাসময়ে যাতে কলেজে ক্লাশ শুরু করা যায় এরজন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হবে। ইতিমধ্যে ২৩ জন ছাত্রছাত্রী ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পরিদর্শন করে এই খবর জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অবশেষে স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে রাজ্যবাসীর। স্বপ্ন পূরণ হতে যাচ্ছে রাজ্যের ছেলেমেয়েদের। মেধা থাকলে এখন থেকেই রাজ্যে বসেই ডেন্টাল সার্জন হতে পারবেন কৃতি ছাত্রছাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার ঐকান্তিক প্রয়াসে গড়ে উঠেছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে। আর খুব শীঘ্রই পঠনপাঠন শুরু হবে কলেজটিতে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছিল এই ডেন্টাল কলেজটির। এরআগেও পরিকাঠামোগত প্রক্রিয়া খতিয়ে দেখতে আইজিএম কমপ্লেক্সে থাকা ডেন্টাল কলেজটি একাধিকবার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডা: সাহা। এর ব্যতিক্রম হল না বৃহস্পতিবার দিনও। এদিন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে ফের একবার ডেন্টাল কলেজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
ডেন্টাল কলেজের বিভিন্ন ব্লকে গিয়ে যাবতীয় খোঁজখবর নেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে বাইরে অপেক্ষমাণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কালে মুখ্যমন্ত্রী জানান, ডেন্টাল কলেজে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত ১লা সেপ্টেম্বর থেকে কলেজে পঠনপাঠন শুরু হয়। তবু গোটা বিষয়টিতে নজর রাখতে স্বাস্থ্য দপ্তরের সচিবকে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে অনুমতি পেলেই ১লা সেপ্টেম্বর থেকে ক্লাশ শুরু করা যাবে। এজন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হবে।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ডেন্টাল কলেজে ২৩ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এরমধ্যে অধিকাংশই ত্রিপুরার ছেলেমেয়ে। ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে। কলেজের ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।