বাম আমলের পর রাম আমলেও সমান অবহেলার শিকার কমলাসাগর কালী মায়ের মন্দির।রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য সরকারকে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রতি যতটা ইতিবাচক মনে হয়েছে কমলাসাগর মাতাবাড়ির প্রতি ততটাই অবজ্ঞার চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ পুণ্যার্থীদের।কমলাসাগর মাতাবাড়িকে কেন্দ্র করে পর্যটন শিল্পের উন্নতির ব্যাপক সম্ভাবনা থাকলেও সোসাইটির দূরদর্শিতার অভাবে তাও মাঠে মারা যাচ্ছে।এখানে আসা পূর্ণার্থী এবং শিশুদের বিনোদনের জন্য মন্দিরের পেছনে গড়ে তোলা পার্কটি আজ জঙ্গলে পরিপূর্ণ।বহু মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল।কমলাসাগর মাতাবাড়ির সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দীঘিটি আজ আবর্জনা ও দূষণের কবলে।সোসাইটির অর্থভাণ্ডার স্পিত করার লক্ষ্যে
যাকে মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়েছে সে একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে দিঘির জলের।মাছ চাষের নামে বিভিন্ন পঁচা সামগ্রী দিঘির জলে ঢালা হচ্ছে প্রতিনিয়ত এতে দিঘির জল অনেকটাই দূষিত হয়ে গেছে।আর এই দিঘির জলেই পূর্ণাথীরা স্নান সেরে মায়ের মন্দিরে যাচ্ছে পূজো দিতে।দিঘির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার কথা থাকলেও বর্তমানে তা আবর্জনার স্তুপ হয়ে রয়েছে।চারিদিকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ।বর্তমান সরকারের আমলে কমলাসাগর মায়ের মন্দিরের এমন বেহাল দশা,তা রাজ্যবাসীর কাছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে।